আগামী ২০ সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়া উপজেলা কেড়াগাছি ইউনিয়নে আওয়ামীলীগ ও বিদ্রোহী প্রার্থীদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীর সমার্থক বদরুল রহমান, শরিফুল ইসলাম, আমিনুর ইসলাম, আরিফুল ইসলাম ও বজলুর রহমান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবীর জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান, আইন শৃংখলা পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
এদিকে, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং দলীয় প্রার্থীর (নৌকার) নির্বাচনী অফিস ভাংচুর ও দলীয় প্রার্থীসহ তার কর্র্মীদের মারপিট করে আহত করার ঘটনায় বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন ও বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিলকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
খুলনা গেজেট/কেএম