খুলনা, বাংলাদেশ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গভীররাতে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত
প্রায় ৪৭ লাখ টাকা মূল্যের ৭৮০০ ঘনফুট কাঠ জব্দ

কলারোয়ায় তিনটি ‘স’ মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৩০ হাজার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধভাবে পরিচালিত ‘স’ মিলে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ মে) কলারোয়া উপজেলার গয়ড়া কলেজ মোড় এলাকায় বেলা ১ থেকে ২টা পর্যন্ত বিজিবি, বন বিভাগের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কর্ফোস এই অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ৪৭ লাখ টাকা মূল্যের ৭ ৮০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কলারোয়া উপজেলার গয়ড়া কলেজ মোড় এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ব্যতিত ‘স’ মিলে পরিবেশ ধ্বংসকারী গাছ/কাঠ চেরাই করছে। এমন তথ্যের ভিত্তিতে কলারোয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত জাহানের নেতৃত্বে টাস্কর্ফোস ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে করাত কল লাইসেন্স আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক অবৈধভাবে স্থাপনকৃত ৩টি প্রতিষ্ঠান ‘‘করাত কল লাইসেন্স বিধিমালা-২০১২ এর ১২ ধারা’’ মোতাবেক স্থায়ীভাবে বন্ধের নিমিত্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। একই সাথে ১৫ দিনের মধ্যে করাত কলগুলো অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক নোটিশ জারী করা হয়।

এছাড়াও আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঠ চেরাই করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। টাস্কফোর্সের অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহে আনুমানিক ৪৭ লাখ টাকা মূল্যের প্রায় ৭ হাজার ৮০০ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ মজুদ পাওয়া যায় যা টাস্কফোর্স কর্তৃক জব্দ করা হয়।

সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি’র সার্বিক দিক নির্দেশনায় পরিচালিত অভিযানে কলারোয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত জাহানের সঙ্গে ৩৩ বিজিবি’র সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, কলারোয়া উপজেলা বনকর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম সহ বিজিবি, বনবিভাগের লোকজন এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!