খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

কলকাতায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে বাংলাদেশ উপ হাইকমিশনের প্রস্তুতি

কলকাতা প্রতিনিধি

বুধবার ১৭ মার্চ। বাংলাদেশের স্হপতি ও জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন। শতবর্ষ পূর্ণ হল বঙ্গবন্ধু। তাই দিনটিকে স্মরণ করে রাখতে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের প্রস্তুতি এখন তুঙ্গে। দিনটিকে শিশুদিবস হিসেবে পালন করা হবে।

তাই বুধবার সকালেই কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনে পতাকা উত্তোলন করা হবে। তারপর বসে আঁকো প্রতিযোগিতা হবে। তার প্রস্তুতি প্রায় শেষ। ঐদিনই সকাল দশটার সময় যাওয়া হবে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই বেকার হস্টেলের ২৪ নম্বর রুমে যেটি এখন বঙ্গবন্ধু মিউজিয়াম। ঘুরে ঘুরে দেখা হবে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ইসলামিয়া কলেজ, যেটির বর্তমান নাম মৌলানা আজাদ কলেজ। বেকার হস্টেলে একটি দোওয়ার মজলিস হবে যেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ সামিল হবেন।ঐদিন বিকেলে কলকাতার রবীন্দ্রসদনে বঙ্গবন্ধুকে নিয়ে সেমিনার হবে। পাশাপাশি গান- কবিতা-আবৃত্তির মাধ্যমে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো হবে। থাকবেন দুই বাংলার খ্যাতনামা শিল্পীরা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!