১৯৫২ সালের তৎকালীন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতায় অনুষ্ঠিত হবে ” একুশের বই উৎসব”। আয়োজক পাবলিশার্স অ্যাণ্ড বুকসেলার্স গিল্ড। এই উৎসব হবে ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত । দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের কাছে তালতলা মাঠে এই একুশের বই উৎসব হবে।
গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, দুই বঙ্গের সংস্কৃতি- ইতিহাস- ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতে ও মেলামেশা প্রসারিত করতে এই একুশের বই উৎসব। প্রতিদিন মেলা শুরু হবে দুপুর দুটোয়।শেষ হবে রাত আটটায় ।
মেলা উপলক্ষে প্রতিদিন দুই বাংলার শিল্পীদের নিয়ে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে , তেমনি ভাষা আন্দোলনের উপর থাকবে নানা সেমিনার। এবছর বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু সেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ।আবার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ।এছাড়া বঙ্গবন্ধুর ব্রিগেড ভাষণের সুবর্ণজয়ন্তী ।এইসব ঘটনার প্রতি শ্রদ্ধা রেখেই একুশের বই উৎসব অন্য মাত্রা পাবে।