দিনটা কেমন যাবে তা সকালটা দেখলেই বোঝা যায়। কলকাতার রবীন্দ্রসদন -নন্দন চত্বরে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ঠিক সেভাবেই জমে উঠেছে। শনিবার উদ্বোধনের দিনেই কলকাতার চলচ্চিত্র প্রেমীরা সেই প্রমাণ দিয়েছেন।
‘হাওয়া’ ছায়াছবি প্রথম দিনেই কলকাতার মানুষের হৃদয় জয় করে ফেলেছে। আর এই হাওয়া ছবির জন্যই আয়োজক বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ও কলকাতাস্হ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কর্মকর্তাদের দিনে আরো একটা শো বাড়াতে হচ্ছে। আর সেটা হল সকাল সাড়ে দশটা। এবার সিনেমা দেখানোর বাড়তি একটা শো করতে হয়েছে।কিন্তু দ্বিতীয় দিন রবিবারও নজরকাড়া ভিড়। নন্দন-রবীন্দ্রসদন- কলকাতার বাংলা আকাদেমী যেন ভিড়ে ঠাসা। জমজমাট। একদিকে কলকাতায় এদিন ছটপুজোর আমেজ, অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। কলকাতার মানুষ মাত্র দুদিনে প্রমাণ করে দিয়েছে কলকাতা মানে ‘সিটি অব জয়’।কলকাতা মানে তিলোত্তমা। এই চলচ্চিত্র উৎসব শুধু কলকাতার মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই।কলকাতার পার্শ্ববর্তী দুই ২৪ পরগণা, হুগলি , হাওড়া , নদীয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদের মানুষও সামিল হচ্ছেন।এইসব জেলাগুলোর মানুষের বক্তব্য, কাঁটা তারের বেড়া আমাদের কাছে ফ্যাক্টর নয়। আমরা বাঙালি। ওপারে যে বাংলা, এপারেও সেই বাংলা। ‘হাওয়া’ বাদ দিলেও আমাদের বাংলাদেশের সব ছবিই আকর্ষণীয়।আসলে করোনার জন্য দীর্ঘ ৩ বছর এই উৎসব বন্ধ ছিল। তার খিদে ছিল।সবসময় মনে রাখবেন বাংলাদেশ আমাদের আত্মার আত্মীয়।
খুলনা গেজেট/ টি আই