ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৮ রানের দুর্দান্ত এক জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দিল্লী ক্যাপিটালস। দিল্লীর ছুঁড়ে দেয়া ৪ উইকেটের খরচায় ২২৮ রানের পাহাড়সম রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের খরচায় ২১০ রান তোলে কলকাতা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে দিল্লী ক্যাপিটালসকে বোলিংয়ে পাঠায় কলকাতা নাইট রাইডার্স। ছোট মাঠ বিধায় রানের তুবড়ি ছুটবে এই ম্যচে সেটা আগে থেকেই অনুমেয় ছিল।
তাই বলে প্যাট কামিন্স, সুনিল নারানের মতো বাঘা এবং শিভাম মাভি এবং নাগোরকাটিদের মতো দুর্দান্ত ফর্মে থাকা বোলারদের নিয়ে এভাবে ছেলেখেলা করবে দিল্লী সেটা বোধহয় ভাবননি কেউই।
উদ্বোধনী জুটিতে দলকে ৫৬ রানের শক্ত ভীত গড়ে দেন দিল্লীর দুই ওপেনার পৃথ্বী শো এবং শিখর ধাওয়ান। ১৬ বলে ২৬ করে ধাওয়ান বিদায় নিলেও ঝড় অব্যাহত রাখেন শো এবং শ্রেয়াশ আইয়ার।
দলীয় ১২৯ রানে কমলেশ নাগারকোটির স্বীকার হয়ে সাজঘরে ফেরেন শো। কিন্তু তার আগে খেলেন ৪১ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস।
এরপর কলকাতার বোলারদের উপর তান্ডব শুরু করেন আইয়ার। তাকে সঙ্গ দেন রিশাভ পন্ত এবং শিমরন হেটমেয়ার। এই দুই জন বিদায় নিলেও উইকেট আকড়ে ধরে ম্যাচের শেষ পর্যন্ত তান্ডবলীলা চালিয়ে যান আইয়ার।
ইনিংস শেষে অপরাজিত থাকেন ৩৮ বলে ৮৮ রানের ইনিংস খেলে যেখানে তার ছিল ছয়টি ছক্কা এবং সাতটি ৪ এর মার। তার এই বিধ্বংসী ইনিংসে ভর করে কলকাতার সামনে পাহাড়সম ২২৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় দিল্লী।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানেই ওপেনার সুনিল নারানকে হারায় কলকাতা। দ্রুত উইকেট পতনের পর কিছুটা বিপাকে পড়ে যায় দীনেশ কার্তিকের সতীর্থরা।
শুভমান গিল এবং নিতিশ রানা মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। দলীয় ৭২ রানে গিলের বিদায়ে ভাঙ্গে সেই জুটি। কিন্তু উইকেট আগলে ধরে রাখেন নিস্তিশ রানা। কিন্তু হার্শাল প্যাটেলের স্বীকার হয়ে ৩৫ বলে ৫৮ করে বিদায় নিতে হয় তাকে।
বড় সংগ্রহে ব্যর্থ হন আন্দ্রে রাসেলও। একই খাতায় নাম লেখান দীনেশ কার্তিক এবং প্যাট কামিন্স।
শেষদিকে ইয়ন মরগানের ১৮ বলে ৪৪ এবং রাহুল ত্রিপাঠির ১৬ বলে ৩৬ রানের ইনিংস ভর করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল কলকাতা। কিন্তু শেষ পর্যন্ত ১৮ রান আগেই শেষ হয়ে যায় তাদের জন্য নির্ধারিত ওভার। সেই সঙ্গে দুর্দান্ত এক জয় পায় দিল্লী।
খুলনা গেজেট/এএমআর