খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট

কর্মীদের তোপের মুখে সভা ছাড়লেন অভিনেতা মিঠুন

বিনোদন ডেস্ক

টালিউডের আলোচিত অভিনেতা মিঠুন চক্রবর্তী। পর্দায় দাপটের সঙ্গে নিয়মিত অভিনয় করতে দেখা যায় তাকে। পর্দার বাইরে রাজনীতির মাঠেও বেশ সক্রিয় তিনি। বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত। এ কারণে প্রায়ই বিভিন্ন সভা-সমাবেশে কথা বলতে দেখা যায় তাকে। তবে এবার সেই রাজনীতির মাঠে গিয়েই তোপের মুখে পড়তে হয়েছে এ তারকাকে।

গত ২৩ ডিসেম্বর ভারতের পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাঁচড়া এলাকায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। সেখানে দলটির কর্মীদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মিঠুন। তখন কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে তা বিশৃঙ্খলায় রূপ নেয়। এ সময় সভা থেকে মাইক হাতে নিয়ে কর্মী-সমর্থকদের শান্ত হওয়ার অনুরোধ করেন অভিনেতা।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এ সময় মিঠুন বলেন, আমি চাইলে ভালো কোনো হোটেলে থাকতে পারতাম। কিন্তু তা না করে কর্মীদের জন্য সব ছেড়ে সভায় চলে এসেছি। কিন্তু তার এই অনুরোধের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে না। ফলে অনেকটা বাধ্য হয়েই সভা না করে সেখান থেকে বেরিয়ে যান টালিউড তারকা।

এরপর বর্ধমানে বিজেপির সদর কার্যালয়ে যান অভিনেতা মিঠুন। কিন্তু এখানে পৌঁছাতেই আম্বেদকর ইস্যুকে কেন্দ্র করে স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। বিপরীতে পাল্টা স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। একপর্যায়ে দুই দলের কর্মী-সমর্থকদের স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। পরে অন্য রাস্তা দিয়ে কার্যালয়ে নেয়া হয় অভিনেতাকে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

এদিকে এ ঘটনার ব্যাপারে দলের দ্বন্দ্বের কথা স্বীকার করেছেন রাজনীতিবিদ মিঠুন। দলের কিছু কর্মীর ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অনেক কর্মী আছে যাদের দলের প্রতি ভালোবাসা নেই। দলকে ভালোবেসে কাজ করছেন না তারা। মূলত নিজেদের স্বার্থের জন্য দলে যোগ দিয়েছেন সেসব মানুষ। এ কারণে দ্বন্দ্ব বাড়ছে। একজন কর্মীকে পদ দেয়া হলে অন্যজন তার ক্ষতির চেষ্টা করে।

এছাড়া রাজ্যের বাইরে থেকে নেতা এনে রাজ্য বিজেপি পরিচালনা সম্পর্কে রাজনীতিবিদ দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গেও কথা বলেন তারকা মিঠুন। বলেন, তিনি অনেক বড় নেতা। তিনি যেহেতু বলেছেন নিশ্চয়ই তাহলে কিছু ভেবে তবেই বলেছেন। আর সদস্য সংগ্রহ অভিযান নিয়ে এ অভিনেতা বলেন, জেলার সদস্য সংগ্রহ অভিযান এখন পর্যন্ত ভালোভাবেই চলছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!