খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

করোনা সংক্রমণ রোধে ফ্রান্সে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণ রোধে আজ শনিবার (১৭ অক্টোবর) থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস ও পাশ্ববর্তী এলাকাসহ আটটি বড় শহরে কারফিউ জারি করা হয়েছে। প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৪ সপ্তাহের জন্য এই কারফিউ জারি থাকবে। পরবর্তী সময়ে আরও ২ সপ্তাহ বাড়ানো হবে।

কারফিউ চলাকালীন বিশেষ কারণ ছাড়া রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে বের হওয়া যাবে না। প্রথম দফায় কেউ তা ভঙ্গ করলে গুণতে হবে ১৩৫ ইউরো জরিমানা, দ্বিতীয় দফায় দেড় হাজার ইউরো এবং একাধিকবার আইন ভঙ্গ করলে ৬ মাসের জেল, সেইসঙ্গে ৩ হাজার ৭শ’ ৫০ ইউরো জরিমানা গুণতে হবে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গ্যারাল্ড ডারমেনিন বলেন, কারফিউ চলাকালীন অবস্থায় সংশ্লিষ্ট শহরগুলোতে ১২ হাজার পুলিশ ও দাঙ্গা পুলিশ কাজ করবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!