সাধারণ তন্ত্র দিবসের সকালটা ভারতের জন্যে শুভ হলো না। মঙ্গলবার মধ্যরাতে পাওয়া ডেটা অনুযায়ী ভারত কোভিড সংক্রমনে চার কোটির মাত্রা ছাড়িয়েছে।
অর্থাৎ, আমেরিকার পরেই দ্বিতীয় স্থানে ভারত। আমেরিকায় আক্রান্তের সংখ্যা সাত কোটি ৩০ লক্ষ। মাত্র তিন সপ্তাহের মধ্যে ভারতে কোভিড সংক্রমণ বেড়েছে ৫০ লক্ষ।
ভারত প্রথমে এক কোটির মাত্রায় পৌছায় ২০২০ সালের ১৮ ডিসেম্বর। ৩২৩ দিনে ভারতে এক কোটি আক্রান্ত হয়। এক কোটি থেকে দু কোটিতে ভারত পৌছায় ২০২১ সালের তিন মে, মাত্র ১৩৬ দিনে।
দুই কোটি থেকে ভারতের তিন কোটিতে পৌঁছাতে লাগে মাত্র ৪০ দিন। ২০২১ এর দুই জুন ভারত তিন কোটিতে পৌছায়। সাড়ে তিন কোটিতে পৌছায় ভারত ১৯৬ দিনে ২০২২ এর পাঁচ জানুয়ারি। আর মাত্র ২১ দিনে ২৫ জানুয়ারি পৌছায় চার কোটি মাত্রায়। এক মঙ্গলবার ভারতে কোভিড আক্রান্ত হয়েছে দুই লক্ষ ৮৭ হাজার।
পাঁচ মাসের মধ্যে সব থেকে বেশি মৃত্যু হয়েছে এদিন- ৫৭১ জন। এক কেরালাতেই আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৪৭৫ জন।
বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দু তিনদিনের মধ্যে বোঝা যাবে করোনার এই তৃতীয় ঢেউ বিলীন হল কিনা। এত দুঃখের মধ্যেও আনন্দের খবর, বেশ কয়েকটি রাজ্যে করোনা কমার পথে, যার মধ্যে পশ্চিমবঙ্গও আছে।