করোনায় চূড়ান্ত দারিদ্রসীমায় পৌঁছতে পারে বিশ্বের ৭-১০ কোটি মানুষ। এমন শঙ্কা জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, করোনা বিশ্বকে কয়েক বছর, এমনকি দশকও পিছিয়ে দিতে পারে।
করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত বিশ্বের এক কোটি ৩২ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। মারা গেছেন, পাঁচ লাখ ৭৬ হাজার।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একদিনে সর্বোচ্চ একশো ৩২ জন করোনায় মারা গেছেন। ট্রাম্পের দাবি, করোনায় স্কুল বন্ধ রেখে ভুল করছে রাজ্যগুলো। যদিও অনলাইন ক্লাস করা বিদেশী শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ট্রাম্প প্রশাসন। করোনা প্রতিরোধে মর্ডানার আবিষ্কৃত ভ্যাকসিনের আশাব্যঞ্জক সাফল্য পাওয়ার দাবি করেছে দেশটি।
এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা নয় লাখ ছাড়িয়েছে। ফের ১৫ দিনের লকডাউন ঘোষণা করেছে বিহার রাজ্য।
করোনার ভ্যাকসিন বাজারে না আসলে আগামী বছরের কার্নিভাল বাতিলের কথা জানিয়েছে ব্রাজিলের রিও’র সাম্বা স্কুল। স্পেনে আক্রান্ত আরো সাড়ে ছয়শো। আড়াই মাসের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ।
খুলনা গেজেট/এমএম