টেস্টের পর এবার মাঠে গড়ানোর অপেক্ষায় ওয়ানডে ক্রিকেট। বৃহস্পতিবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের ম্যাচ দিয়ে রঙিন পোশাকের ক্রিকেট মাঠে ফিরছে। রোজ বল স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।
করোনার পরবর্তীকালে প্রথম দল হিসেবে ইংল্যান্ড নিজেদের দেশে ফিরিয়েছে ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজকে তিন টেস্টের জন্য আতিথেয়তা দেয় তারা। আইসিসির দেওয়া স্বাস্থ্যবিধি মেনে বেশ ভালোভাবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করেছে ক্রিকেটের জনকরা।
এবার রঙিণ পোশাকে মাঠে নামার অপেক্ষায় বিশ্বচ্যাম্পিয়নরা। ফেবারিট হয়েই মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড। বিশ্বকাপ জেতা আট ক্রিকেটার রয়েছেন স্কোয়াডে। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার পল কলিংউডের অধীনে এ দলটি প্রায় এক মাস অনুশীলন করছে। শেষ মুহূর্তে দলে যোগ দিয়েছেন টেস্ট দল থেকে বাদ পড়া জো ডেনলি। তবে তাকে মূল একাদশে রাখা হবে কিনা তা নিশ্চিত করেনি কেউ।
মরগ্যানের সাথে এ ম্যাচে মাঠে নামবেন রয়, বেয়ারস্টো, মঈন আলীরা। মাঠে নামতে মুখিয়ে আছেন বেয়ারস্টো ও মঈন আলী। টেস্ট দল থেকে বাদ পড়ে হতাশায় ছিলেন এ দুই ক্রিকেটার। ওয়ানডে দলে দারুণ কিছু করে সাদা পোশাকে ফিরতে মরিয়া বিশ্বকাপ জয়ী এ দুই ক্রিকেটার।
অন্যদিকে আয়ারল্যান্ড নতুন করে দল গোছাচ্ছে। তাদের জন্য এ লড়াইয়ে হারানোর কিছু নেই। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে আইসিসি ওয়ার্ল্ডকাপ সুপার লিগ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দল নির্ধারণ হবে এই ওয়ার্ল্ডকাপ সুপার লিগ দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের মতো এ সিরিজেও মানা হবে কড়া স্বাস্থ্যবিধি।
ম্যাচটি সরাসরি দেখাবে সনি নেটওয়ার্ক। অনলাইনে সনি লিভে দেখা যাবে দুই দলের প্রথম ওয়ানডে। পরের দুইটি ওয়ানডে হবে ১ ও ৪ আগস্ট।