করোনা আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রুহুল কবির রিজভীর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। রুহুল কবির রিজভীর আশু রোগ মুক্তির জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
এদিকে করোনা আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তার অবস্থা আগের চেয়ে ভাল।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল অব. রুহুল আলম চৌধুরী গত ১০ মার্চ জ্বর ও সর্দি নিয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে করোনা পজিটিভ আসে। ১৩ মার্চ শনিবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থাও উন্নতির দিকে বলে জানা গেছে।
চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার গত ১২ মার্চ বিকেলে গুলশানের নিজ বাসায় হঠাৎ করেই পেটে ব্যথা শুরু হলে তাকে জরুরি ভিত্তিতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন আগের চেয়ে ভাল আছেন।
গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদল-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। দুদিন ধরে গুলিবিদ্ধ স্থানে রক্তক্ষরণ হওয়ায় মঙ্গলবার দ্বিতীয় দফা অস্ত্রপচার করা হয়। তিনি রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি আছেন।
খুলনা গেজেট/ টি আই