করোনায় আক্রান্ত হয়ে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মালিক সরোয়ার উদ্দীনের (৬৩) মৃত্যু হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) রাত পৌঁনে ৯টার দিকে খুলনা মেডিকোল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (আমরা তো আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী)।
এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ইনচার্জ ডা. ফরিদ উদ্দীন।
খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল জানান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মালিক সরোয়ার উদ্দীন প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে দু’দিন আগে খুমেকের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুতে খুলনার আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর স্বচ্ছোসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ্ব শেখ মোশারফ হোসেন, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ২৭ নম্বও ওয়ার্ড কাউন্সিলর জেড.এ. মাহামুদ ডন, নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মীর বরকত আলী, সদস্য সচিব এম.এ. নাসিম, সদস্য ডক্টর শাইদুর রহমান, গোলাম রব্বানী টিপু, মোঃ মিজানুর রহমান জিয়া, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ জিলহজ্জ হাওলাদার,আহম্মেদ ফিরোজ ইব্রাহিম তন্ময়, মোঃ কামরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান কামাল, অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেন, আশরাফুল আলম বাবু, এস এম হোসেনুজ্জামান হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সাইদুল ইসলাম সাহিদ, মোঃ নজরুল ইসলাম নবী, মোঃ ইসমাঈল হোসেন ইমন, মোঃ শফিকুল ইসলাম অভি, আমিনুল ইসলাম বাবু প্রমুখ।
খুলনা গেজেট / এমএম/কেএম