দিনকয়েক আগে জাতীয় দলের প্রস্তুতির সময় তিন দফা করোনা পরীক্ষা হয়েছিল খেলোয়াড়দের। সবশেষ পরীক্ষায় সাতজন পজিটিভ হয়েছিলেন, তিনজন ছিলেন পর্যবেক্ষণে। মোট ১০ জনের মধ্যে ডিফেন্ডার রায়হান হাসান সুস্থ হয়েছেন আগেই। বুধবার সাতজনের করোনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে। এখন আইসোলেশনে থাকলেন দুজন।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই সামনে রেখে আবাসিক ক্যাম্প করেছিল বাফুফে। ক্যাম্পে যোগ দেওয়ার আগে করোনা পরীক্ষা ছিল বাধ্যতামূলক। ওই পরীক্ষায় সবশেষ পজিটিভ হয়েছিলেন এমএস বাবলু, রবিউল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, টুটুল হোসেন বাদশা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো ও বিশ্বনাথ ঘোষ। এদের মধ্যে বাবলু ও বাদশার পরীক্ষার পর আবারও পজিটিভ এসেছে।
পর্যবেক্ষণে থাকা রায়হান আগেই সুস্থ হয়েছেন। আর আজ পর্যবেক্ষণে থাকা বাকি দুজন- রিয়াদুল হাসান রাফি ও রাকিব হোসেনেরও পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে।
দুই গোলকিপার শহিদুল ও জিকো এবং স্ট্রাইকার ফাহিম করোনামুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। শহিদুল বলেছেন, ‘গতকাল ফুটবল ফেডারেশন আবারও আমাদের করোনা পরীক্ষা করিয়েছিল। আজকে ফল এসেছে নেগেটিভ। ধন্যবাদ বাফুফেকে, আমাদের সঠিকভাবে আইশোলোশনে রাখার জন্য।’
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই স্থগিত হলেও এএফসি কাপের খেলা হবে। আগামী অক্টোবরে মালদ্বীপে খেলবে বসুন্ধরা কিংস। এই দলের গোলকিপার জিকোর এএফসি কাপে ভালো করার আশা, ‘অনেকদিন করোনায় আক্রান্ত ছিলাম। এজন্য ফেডারেশনের অধীনে কোয়ারেন্টিনে থাকতে হয়েছিল। গতকাল আমরা পরীক্ষা করিয়েছি। নেগেটিভ ফল এসেছে আমার। সামনে আমাদের ক্লাবের এএফসি কাপের ম্যাচ আছে। দোয়া করবেন, আমরা যেন ভালো ফল করতে পারি।’’
খুলনা গেজেট/এএমআর