খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

‘করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়েছে ১৭ দেশে’

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের বিস্তার ঘটেছে কমপক্ষে ১৭টি দেশে। তারা আরো বলেছে, ভারতে প্রথম পাওয়া যায় করোনা ভাইরাসের বি.১.৬১৭ ভ্যারিয়েন্ট। মঙ্গলবার নাগাদ জিআইএসএইড-এর মুক্ত ডাটাবেজে কমপক্ষে ১২০০ সিকুয়েন্স আপলোড করা হয়েছে। এগুলো শনাক্ত করা হয়েছে কমপক্ষে ১৭টি দেশ থেকে। বেশির ভাগ সিকুয়েন্স আপলোড করা হয়েছে ভারত, বৃটেন, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে। করোনা ভাইরাস মহামারির সাপ্তাহিক আপডেটে এসব তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এর মধ্যে বাংলাদেশের নাম আছে কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

এতে আরো বলা হয়েছে, বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৪ কোটি ৮৩ লাখ। এ সময়ে মারা গেছেন কমপক্ষে ৩১ লাখ ৩০ হাজার। এ তথ্য জনস হপকিন্স ইউনিভার্সিটির।

বুধবার সকালে সর্বশেষ আপডেটে এই ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) জানিয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৪৪৩। মৃতের সংখ্যা ৩১ লাখ ৩১ হাজার ২৫০। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে এখনও যুক্তরাষ্ট্র সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। সেখানে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৩ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৫৯ জন। মারা গেছেন কমপক্ষে ৫ লাখ ৭৩ হাজার ৩৫৫ জন। সংক্রমণের দিক দিয়ে ভারত রয়েছে দ্বিতীয় অবস্থানে। এই সংখ্যা এক কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!