মঙ্গলবার সকালে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে দেশ ছেড়েছেন তামিম ইকবাল। এবারের আসরে তিনি লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন। তিনি ক্রিস লিনের জায়গায় লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। ইতোমধ্যে লাহোরে পৌঁছেছেন বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক। আগামী দুই দিন তাঁকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এক ভিডিও বার্তায় তামিম নিজেই একথা জানিয়েছেন।
তামিম বলেন, ‘আজ সকালে করাচিতে পৌঁছেছি। আগামী দুই দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে আমাকে। আশা করছি কোভিড টেস্টের ফল আশানরূপ হবে। ১৪ তারিখের ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছি। শিঘ্রই দেখা হচ্ছে।’
এর আগে করোনার সংক্রমণের কারণে টুর্নামেন্টের দুটি এলিমিনেটর ম্যাচ, একটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ স্থগিত করা হয়েছিল। সেই ম্যাচগুলো আগামী ১৪, ১৫ ও ১৭ নভেম্বর করাচিতে অনুষ্ঠিত হবে।
তামিম এর আগেও পিএসএলে খেলেছেন। ২০১৬, ২০১৭ ও ২০১৮ আসরে পেশাওয়ার জালমির হয়ে খেলেছেন তিনি। এবার অল্প কিছু ম্যাচের জন্য হলেও নতুন দলের হয়ে খেলার স্বাদ পাবেন তামিম।
তামিম ছাড়াও বাংলাদেশ থেকে পিএসএলে খেলার ডাক পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তিনি কোভিড-১৯ পজেটিভ হওয়ায় এই টুর্নামেন্টে খেলতে যাওয়া হচ্ছে না তাঁর। তিনি মঈন আলীর বদলে মুলতান সুলতান্সে খেলার ডাক পেয়েছিলেন।
খুলনা গেজেট/এএমআর