খুলনার কয়রা উপজেলার কয়রা মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম, এম রেজাউল করিম হত্যা মামলার আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (১৬ অক্টোবর) খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. রাখিবুল ইসলাম এ আদেশ দেন।
কারাগারে প্রেরণকৃত সাত আসামি হলো সোহরাব মোল্লা, মেহেদী হাসান লিটন, রুহুল আমিন, ইমদাদুল হক, ফারুক মোল্লা, আলমগীর হোসেন ও আইয়ুব মোল্লা।
বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবি এড. মনিরুল ইসলাম পান্না বলেন, আসামিরা হাইকোর্ট থেকে জামিন নেন। জামিনের শেষদিন ছিল বুধবার। ওই দিন আসামিরা খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৫ আগষ্ট নৃশংসভাবে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে প্রতিপক্ষ। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের মেয়ে ফারজানা বাদী হয়ে ১৬ আগষ্ট কয়রা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে ৭ জনের নাম উল্লেখ আছে।
খুলনা গেজেট/এএজে