খুলনার কয়রায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করায় এক মৎস্য ব্যাবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় তার কাছ থেকে ৩৫ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জানা যায়, ৭ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মদিনাবাদ গ্রামের মৎস্য ব্যবসায়ী আনিসুর রহমান বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ৪ দিনের বিনাশ্রম কারাদন্ড এই আইনে জরিমান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এম সাইফুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম আলাউদ্দিন আহম্মেদ।
খুলনা গেজেট/ এস আই