খুলনা, বাংলাদেশ | ১৬ কার্তিক, ১৪৩১ | ১ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪৩
  অভিনেতা মাসুদ আলী খান আর নেই
  রাজধানীর মিরপুরে গার্মেন্টস কর্মীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নারীসহ ২ পোশাক শ্রমিক গুলিবিদ্ধ

কয়রায় বিক্ষুদ্ধ জনতার দেওয়া আগুনে পুড়ে নিহত ১, গুলিবিদ্ধ ১০

খুলনা প্রতি‌নি‌ধি

খুলনার কয়রায় ‌সোমবার (৫ আগষ্ট) বি‌কে‌লে মি‌ছি‌ল বের কর‌লে গু‌লিতে দশজন আহত হ‌য়ে‌ছে। বিক্ষুদ্ধ জনতা উপ‌জেলা চেয়ারম‌্যা‌নের বা‌ড়ি‌তে আগুন দি‌য়ে পু‌ড়ি‌য়ে একজন‌কে মে‌রে ফে‌লেছে।

গু‌লি‌তে আহতরা হ‌লেন, সা‌ব্বির, আলতাফ, আবু মুছা, নূরুজ্জামানসহ ১০ জন।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, ‌সোমবার বেলা তিনটার দি‌কে খন্ড খন্ড মি‌ছি‌লে ক‌য়েকশত জনতা কয়রা সদ‌রে আনন্দ মি‌ছিল বের ক‌রে। একপর্যা‌য়ে সা‌বেক এম‌পি আক্তারুজ্জামান বাবুর বা‌ড়ি‌তে আগুন দেয়। বি‌কেল ৪টার দি‌কে উপ‌জেলা চেয়ারম‌্যান জিএম মোহ‌সিন রেজার বাসভবন ঘেরাও কর‌লে তার বাসভবন থে‌কে গু‌লি নি‌ক্ষেপ কর‌া হয়। এতে দশ জন জনতা গু‌লি‌বিদ্ধ হয়। তারা স্থানীয় ক‌য়েক‌টি ক্লি‌নি‌কে চি‌কিৎসা নি‌চ্ছেন ব‌লে এ রি‌পোর্ট করা পর্যন্ত জানা যায়।

এদি‌কে, আনন্দ মি‌ছিল চলাকা‌লে সড়‌কে কোন পু‌লিশ দেখা যায় নি। পরবর্তী‌তে ফের মোহ‌সিন রেজার বাসভব‌নে মি‌ছিলকারীরা আক্রমণ ক‌রে আগুন জ্বা‌লি‌য়ে দেয়।

স‌রেজ‌মিন সা‌ড়ে ছয়টার দি‌কে মোহ‌সিন রেজার বা‌ড়ি‌তে গি‌য়ে দেখা যায় তার বারান্দায় স্বাস্থ‌্যবান এক‌টি মর‌দেহ পড়ে র‌য়ে‌ছে। আগু‌নে পু‌ড়ে যাওয়ায় তি‌নি কে এটা চেনা সম্ভব হয়‌নি। ঘ‌রের ভিত‌রে আগুন জ্বল‌ছে। ত‌বে মোহ‌সিন‌ রেজা মারা গে‌ছে ব‌লে স্থানীয় মানু‌ষের ম‌ধ্যে গুঞ্জন র‌য়ে‌ছে।

কয়রা থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ব‌লেন, আমরা থানার ম‌ধ্যে র‌য়ে‌ছি। বাইরের কোন খবর নেই আমা‌দের কা‌ছে। উপ‌জেলা চেয়ারম‌্যান মারা গে‌ছে কিনা জা‌নিনা।

 

খুলনা গেজেট/এএজে/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!