খুলনা, বাংলাদেশ | ১৫ আশ্বিন, ১৪৩১ | ৩০ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে কমিটি গঠন, ৭ কর্মদিবসের মধ্যে কমিটি পরামর্শ দিবে: জনপ্রশাসন সচিব
  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপি চেয়ারম্যান মো. নঈম সেন্টুকে গুলি করে হত্যা

কমরেড রতন সেন হত্যার ৩২তম বার্ষিকী আজ

গেজেট ডেস্ক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য ও খুলনা জেলা কমিটির সাবেক সভাপতি মার্কসবাদী তাত্ত্বিক কমরেড রতন সেনের ৩২তম হত্যাবার্ষিকী ৩১ জুলাই বুধবার।

১৯৯২ সালের ৩১ জুলাই খুলনা ডিসি অফিসের সামনে ঘাতকরা তাকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করে।

কমরেড রতন সেনের ৫০ বছরের রাজনৈতিক জীবনের ২২ বছর কেটেছে জেল ও আত্মগোপনে। জীবনের মূল্যবান সময় যৌবনের ১৭টি বছর কেটেছে পাকিস্তানের কারাগারে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড রতন সেন ১৯৯২ সালে একাত্তরের ঘাতক-দালালবিরোধী আন্দোলন ও দক্ষিণাঞ্চলের লবণপানির ঘেরবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন।

এ উপলক্ষে বিকেল ৪টায় পার্টি অফিসের সামনে থেকে র‌্যালী সহকারে ডিসি অফিসের সামনে রতন সেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হবে। অনুষ্ঠানে পার্টির নেতা-কর্মী-শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পার্টির পক্ষ থেকে জেলা কমিটির সভাপতি কমরেড ডা. মনোজ দাশ ও সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ অনুুরোধ জানান।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!