কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকত(৪২)হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। শনিবার সকালে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২২ নভেম্বর) ভোর রাতে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় তার মরদেহ মোংলার মিঠাখালী গ্রামের বাড়ীতে পৌছানোর কথা রয়েছে। এখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। মরহুম হিমেল বরকত মোংলা বন্দর কর্তৃপক্ষের সাবেক ডক শ্রমিক পরিচালনা বোর্ডের প্রায়ত চিকিৎসক প্রায়ত ডাঃ ওলিউল্লাহর কনিষ্ঠ পূত্র এবং প্রয়াত কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ ও প্রথম আলো পত্রিকার মোংলা প্রতিনিধি সুমেল সারাফাতের ছোট ভাই। হিমেল বরকত পেশায় ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। তাই পেশাগত কারনে স্বপরিবারে ঢাকায় বসবাস করছিলেন।
অধ্যাপক ড. হিমেল বরকতের অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মোংলা প্রেস ক্লাবেকর সভাপতি এইচ এম দুলাল, সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, সাবেক সভাপতি আহসান হাবিব হাসান, মনিরুল হায়দার ইকবাল, আমির হোসেন আমু, আবু হোসেন সুমন, নিজাম উদ্দিন, শেখ নুর আলম সহ স্থানীয় সাংবাদিকরা।
খুলনা গেজেট /এমএম