বাংলাদেশ আমার প্রিয় জন্মভূমি, মায়াবী প্রকৃতি শ্যামল সবুজে সৌন্দর্যে অপরূপ।
শীত সকালে, তৃণলতা ঘাসের শিশির ভেজা মাটির সমতল আদ্র জনপথ,
গ্রীষ্মের খর উত্তাপ, তাপদাহে বৃক্ষের পল্লব ছায়ায় শীতলতা অনুভবে
জুড়ায় প্রাণ! সুন্দর অরণ্য শোভায় ঘন বনতল, দিগন্ত বিস্তৃত
গ্রামীণ সুন্দর এই মেঠো পথ। ডোবা নালা, পুকুর পীচঢালা সড়ক
-পথ। স্মৃতির মোহনায় ভেসে উঠে প্রতিচ্ছবি, আঁকা বাঁকা নদীর গতিপথ
পাহাড়ী ঝর্ণাধারা জলস্রোত, প্রবাহ স্বচ্ছতা ঝলমল। নয়নমুগ্ধ –
সুজলা, সুফলা শস্য ফসলের সোনালি ক্ষেত, সেই পায়ে হাঁটা সরুপথ,
গ্রামের শৈশবে কাঁদামাটি জলে মিশে আছে জীবনের অতীত
-স্মৃতি; সোনালি ভবিষ্যত, জীবন জাগার স্বপ্নিল-আকাঙ্ক্ষার সেই
রঙিন শপথ। ঊষার আলোয় শুভ্রতায় গড়ে, জীবন সুখের পথ।
মহুয়াবনে ফুটন্ত ফুলের ঘ্রানে, সৌরভে কতো ভালোবাসা-আবেগ
উন্মন। মায়াবী প্রকৃতির ভালোবাসায় শান্তি সুখের বিনোদন।
সন্ধ্যায় পাখির কল কাকলীতে মুখরিত, মলদীঘিপাড়, ভাওয়াল গজারি শালবন।
হাস্নাহেনা, চামেলী, বেলী, রজনীগন্ধা ফোটে অগণন।
কৃষ্ণচূড়া লাল শিমুল ফোটে নতুন সাজে নতুনের আবহ – প্রাণের নব স্পন্দন।
নয়নাভিরাম সৌন্দর্যে ভরা সরিষা, হলুদ, পাট ধানের ক্ষেত
শস্য ফসলের সুগন্ধি বাতাস বুকে ছিটায় গোলাপজল
স্বাধীনতা সুখে মুক্ত ভাবনায়, মুক্তমনে শিক্ষা, শান্তি,
উন্নতি, প্রানোচ্ছল। কায়িক শ্রমে জীবনের, জ্যোতি
কর্মোন্নতি, তারুণ্য গতি।
প্রকৃতি প্রেমে, জীবন বদলায়
জীবন সংগ্রামে থাকে মধুর স্মৃতি, মাতৃকোলে – রয়েছে মাটির মমতায় কতো প্রীতি,- ভালোবাসা – রূপম বসতি।