ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি কবরস্থান থেকে ১৮টি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ জুলাই) দুপুরে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ সব তথ্য নিশ্চিত করে বলেন, ৯৯৯ এ কলের মাধ্যমে প্রথমে আমরা এ খবর জানতে পারি।
তিনি বলেন, খবর পেয়ে আমরা পীরডাঙ্গীর ওই করবস্থানে গিয়ে দেখি ১৮ থেকে ২০টি কবরের বেড়া ভাঙ্গা রয়েছে ও কবরের মাটি খোঁড়া। ধারণা করা যাচ্ছে, ১৮টি কঙ্কাল চুরি হয়েছে।
পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আহসান হাবীব জানান, গভীর রাতে কোনো এক সময় সংঘবদ্ধ চক্র কবরের মাটি খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
খুলনা গেজেট/ এস আই