কপিলমুনিতে যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার কপিলমুনি কলেজ জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও মিলাদ মাহফিল সহ নানান কর্মসূচী পালন করেন।
অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, স্বপন কুমার দাশ প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক আলহাজ্ব মুহাম্মদ শফিকুল ইসলাম।
এছাড়া কপিলমুনি ও হরিঢালী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান স্ব স্ব প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালন করেন। অপরদিকে কপিলমুনি ইউনিয়ন আ’লীগ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করেন।
অনুষ্ঠানে সভাপতি যুগোল কিশোর দের সভাপতিত্বে ও শেখ ইকবাল হোসেন খোকন এর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, উপজেলা আ’লীগের যুগ্ম সাদারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, শেখ জামাল হোসেন, জি এম হেদায়েত আলী টুকু প্রমুখ। কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দারের নেতৃত্বে সকল ওয়ার্ড সদস্যদের নিয়ে পরিষদ ভবনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেন।
খুলনা গেজেট / এমএম