উপ-মহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তে-ভাগা আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৬টায় পার্টির খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্টির মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম।
সভার শুরুতে কমরেড অমল সেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভায় বক্তৃতা করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সাধারণ সম্পদক কমরেড ফারুখ-উল ইসলাম, সম্পাদকম-লীর সদস্য কমরেড মনির আহমেদ, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ নাহা, বাংলাদেশ যুব মৈত্রীর খুলনা জেলা সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, যুবনেতা কৃষ্ণ কান্তি ঘোষ, বাংলাদেশ ছাত্র মৈত্রীর খুলনা জেলা সভাপতি বিকাশ চন্দ্র্র ম-ল প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা কমরেড অমল সেনের কর্মকা-ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা তাঁর আদর্শ ধারণ করে পার্টিকে সঠিক পথে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
খুলনা গেজেট/কেডি