খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীতে ফার্মগেটে বণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে
  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত
  ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু
  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট

ওয়ার্কার্স পার্টির দিঘলিয়া উপজেলা শাখা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

WPB

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনার দিঘলিয়া উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে পার্টি সভ্যদের উপস্থিতিতে এক কর্মিসভা ১ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টায় দেয়াড়া কলোনীর পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

পার্টি সভ্য মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির খুলনা জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু।

সভায় দেশের রাজনৈতিক বর্তমান পরিস্থিতির উপর আলোপাত করে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর রেখে যাওয়া পাটকলসমূহ বর্তমান সরকার কর্তৃক বন্ধ ঘোষিত হয়। যার ফলে হাজার হাজার শ্রমিকরা সম্পূর্ণ বেকার হয়ে মানবেতর জীবন-যাপন করছে। পাটকলের অবসরকৃত শ্রমিক-কর্মচারি-কর্মকর্তারা তাদের ন্যায্য পাওনা থেকে এখনও বঞ্চিত। তবে আমরা আশান্বিত আসন্ন ঈদের পূর্বেই তাদের পাওনাদি প্রধানমন্ত্রীর ঘোষিত পরিশোধের উদ্যোগ বাস্তবায়ন করবেন। অপরদিকে বর্তমানে ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের সাধারণ জনগণ দিশেহারা। বক্তারা বর্তমান পরিস্থিতি থেকে উত্তোরণে অবিলম্বে গ্রাম-শহরের সকল মানুষের জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন সোহরাব হোসেন গেদু, আইয়ুব বেপারি, হোসেন আলী, লিয়াকত হোসেন, শামীম আহমেদ, মিজান তালুকদার, মুজিবর রহমান, সিরাজ সিকদার, আখতার হোসেন, ইউনুস আলী প্রমুখ।

সভায় মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজ বিনির্মাণে ও শ্রেণিসংগ্রামকে বিকশিত করতে পার্টি ঘোষিত ২১ দফার কর্মসূচি বাস্তবায়নের লড়াই-সংগ্রামকে এগিয়ে নিতে কমরেড হোসেন আলীকে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দিঘলিয়া উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!