খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান
  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার মোল্লা আর নেই

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা সোমবার (০৬ জুন) বিকেল সাড়ে ৫টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে, জামাতা, আত্মীয়-স্বজন ও অসংখ্য রাজনৈতিক সহযোগী, বন্ধু-বান্ধব, সুহৃদ ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই অসময়ে চলে যাওয়ায় পার্টির যে অপূরণীয় ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।

মঙ্গলবার (০৭ জুন) সকাল ৯টায় ফুলতলা স্বাধীনতা চত্বরে মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ১০টায় উপজেলা ডাবুর মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

কমরেড আনসার আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননÑএমপি, সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশাÑএমপি, খুলনা জেলা ইনচার্জ পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড প্রফেসর ড. সুশান্ত দাস, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য যথাক্রমে কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড শেখ সেলিম আখতার স্বপন, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল, কমরেড ফারুখ মাস্টার, কমরেড সাইদুল ইসলাম, কমরেড কৃষ্ণ কান্তি ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ।

অনুরূপ বিবৃতি প্রদান করেছেন জাতীয় কৃষক সমিতি, ক্ষেতমজুর ইউনিয়ন, জাতীয় শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ যুব মৈত্রী ও বাংলাদেশ ছাত্র মৈত্রী খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!