বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের আগে নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেছেন, প্রোটিয়ারা এবার বাংলাদেশকে গুরুত্বের সাথে নিচ্ছে। কঠিন এই সিরিজের আগে বাংলাদেশের দলের সামর্থ্য ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন বাশার।
দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। লড়াই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। কন্ডিশন কঠিন হলেও একদিনের ক্রিকেটে বাংলাদেশের ভালো ছন্দ ধরে রাখার আশায় বুক বাঁধছেন বাশার।
তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার এখনকার দলটা যথেষ্ট ভালো। কন্ডিশনও আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। তবে আপনি যদি আমাদের ওয়ানডের ছন্দটা দেখেন, একটু আশাবাদী তো হতেই পারি। সেই আশা নিয়েই যাচ্ছি।’
তবে দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকা বধ যে সহজ হবে না, তা বেশ ভালো করেই অনুধাবন করছেন বাশার। তিনি বলেন, ‘আমরা জানি যে, আমাদের কাজটা কঠিন হবে। ওরা ওদের সেরা দলটা নিয়েই আমাদের সঙ্গে নামছে। এবার ওরা সেরা ভেনুতেই খেলাগুলো দিচ্ছে। এবার ওরা বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে।’
‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে ছন্দে আছে, সেটা যদি ধরে রাখতে পারি। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি তবে এই সফরে ভালো কিছু আমরা আশা করতে পারি।’
দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি নিয়েও বাশার সন্তুষ্ট। টেস্ট ক্রিকেটাররা কেপটাউনে ক্যাম্প করার সুযোগ পেলেও ওয়ানডে দল গিয়েই নেমে যাবে সিরিজ খেলতে। বাশার মনে করেন, এর চেয়ে ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল না।
তিনি বলেন, ‘এর চেয়ে ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল না। আরেকটু আগে গেলে হয়তো আরেকটু ভালো হতো। কারণ, কন্ডিশন একেবারেই আলাদা। সেখানে বেশি সময় কাটাতে পারলে, দুই একটি প্র্যাকটিস ম্যাচ বেশি খেলতে পারলে সেটা অনেক সাহায্য করতে পারত। তবে যেটুকু প্রস্তুতির সময় পাব, তার মধ্যেই আমাদের প্রস্তুত হতে হবে।’
খুলনা গেজেট/ এস আই