খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড নতুন করে লিখল ইংল্যান্ড। আগের দুই রেকর্ডও ছিল ইংল্যান্ডের, ২০১৬ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে নটিংহ্যামে ৩ উইকেটে ৪৪৪ এবং ২০১৮ সালের জুনে ফের নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রানের রেকর্ড গড়েছিল তারা। ফের একবার নিজেদের রেকর্ড নিজেরাই গুঁড়িয়ে দিল ইংল্যান্ড।

তিন ওয়ানডের সিরিজ খেলতে ইংল্যান্ড দল এখন নেদারল্যান্ডস। আজ (১৭ জুন) সিরিজের প্রথম ওয়ানডেতে অ্যামসটেলভিনের ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডে মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ৪৯৮ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই মাত্র ১ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। জেসন রয় সেই ১ রান করে ফিরে যান শেন স্নেটারের বলে বোল্ড হয়ে। এরপরই শুরু হয় ইংল্যান্ডের ধ্বংসযজ্ঞ।

দ্বিতীয় উইকেটে ২২২ রানের জুটি গড়েন ফিল সল্ট এবং ডেভিড মালান। আউট হওয়ার আগে শতকের দেখা পেয়েছেন দুজনই। সল্ট ৯৩ বলে ১২২ রানের ঝড়ো ইনিংস খেলেন ১৪ চার এবং ৩ ছয়ে। আর মালান ৯ চার ও ৩ ছক্কায় ১০৯ বলে করেন ১২৫ রান।

সল্ট ৩০তম ওভারে দলীয় ২২৩ রানে লোগান ভ্যান বিকের বলে ফিরলেও অপর প্রান্তে অবিচল ছিলেন মালান, তাকে সঙ্গ দিতে ক্রিজে আসেন আইপিএলে শতকের পসরা সাজানো জস বাটলার। তৃতীয় উইকেটে এই দুজন মাত্র ৯০ বলে যোগ করেন ১৮৪ রান। ৪৫ তম ওভারে ডাচ পেসার পিটার সিলারের পরপর দুই বলে ফেরেন মালান এবং ইংলিশ অধিনায়ক এউইন মরগান।

তবে এরপর ব্যাটকে খাপখোলা তলোয়ার বানিয়ে ওয়ানডেতে ক্যারিয়ারসেরা ১৬২ রানের ইনিংস খেলে দলকে নতুন উচ্চতায় নিয়ে যান বাটলার। মাত্র ৭০ বলে অবিস্মরণীয় এই ইনিংসের পথে ৭ চার এবং তার দ্বিগুণ ১৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। আর শেষদিকে তাকে সঙ্গ দিয়ে ২২ বলে ৬৬ রানের ইতিহাসগড়া ইনিংস খেলেছেন অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। ১৭ বলে করা লিভিংস্টোনের ফিফটি ইংল্যান্ডের ইতিহাসে ওয়ানডেতে দ্রুততম।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!