খুলনা, বাংলাদেশ | ৯ আশ্বিন, ১৪৩০ | ২৪ সেপ্টেম্বর, ২০২৩

Breaking News

  ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারলো বাংলাদেশ
  ১০ হাজার আন্তর্জাতিক রানের কীর্তি রিয়াদের
  ডেঙ্গুতে একদিনে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৮৬৫

ওসি স্বামীর বিরুদ্ধে দারোগা স্ত্রীর মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পুলিশ ইন্সপেক্টর স্বামী কামরুজ্জামানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন পুলিশ কর্মকর্তা স্ত্রী দারোগা শাহজাদী আক্তার। বাদীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে বৃহস্পতিবার (০১ জুন) তিনি এ মামলা করেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।

আসামি কামরুজ্জামান খুলনার দিঘলিয়া উপজেলার পদ্মবিলা গ্রামের মৃত আব্দুস সাত্তার ফকিরের ছেলে। ঝিনাইদহে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)তে তিনি কর্মরত আছেন। বাদী এসআই শাহজাদী আক্তার বর্তমানে যশোর জেলা বিশেষ শাখা (ডিএসবি)তে কর্মরত আছেন।

বাদী মামলায় বলেছেন, ২০০০ সালে মুসলিম পারিবারিকভাবে কামরুজ্জামানের সাথে বাদী শাহজাদী আক্তারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। কামরুজ্জামান বর্তমানে পুলিশ পরিদর্শক পদে ঝিনাইদহে পিবিআইতে কর্মরত আছেন। পাশাপাশি শাহজাদী আক্তার সাবইন্সপেক্টর পদে যশোর জেলা বিশেষ শাখা (ডিএসবি)তে কর্মরত। বাদী শাহজাদীর ক্রয়কৃত ৫০ লাখ টাকা মূল্যের ১২ শতক জমি এবং চাকরিতে বেতনের ৪৫ হাজার টাকা যৌতুক হিসেবে দাবি করেন কামরুজ্জামান। এতে রাজি না হওয়ায় বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করায় ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন।

এরআগে বাদীকে গোপন করে ২০২১ সালের ২৫ এপ্রিল খুলনা শহরের টুটপাড়া এলাকার মৃত ফখর উদ্দিন ফকিরের মেয়ে সানজিদা পারভীন রাখিকে দ্বিতীয় বিয়ে করেন কামরুজ্জামান। চার মাস আগে সানজিদা পারভীন রাখি একটি পুত্র সন্তান প্রসব করেন। পরে বিষয়টি জানতে পেরে আদালতে এ মামলা করেছেন বাদী। বিচারক আসামির বিরুদ্ধে সমন জারীর আদেশ দিয়েছেন।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!