প্রথম ওয়ানডে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও বেরসিক বৃষ্টির বাগড়া। যে কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি খেলা। অবশেষে টস অনুষ্ঠিত হয়েছে।
কলম্বোর থ্রুস্টানে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। ওয়ানডে হলেও বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে ২০ ওভারে।
গত মাসে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ‘এ’ দল। সেই সফরে ওয়ানডে সিরিজে বড় বাধা হয়েছিল বৃষ্টি। এবার বাংলাদেশ নারী ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরেও হানা দিয়েছে বৃষ্টি। এর আগে সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেছে।
এ দলের ম্যাচ হলেও জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারা। এ সিরিজে ইয়াং টাইগ্রেসদের নেতৃত্বে আছেন রাবেয়া।
ওয়ানডে সিরিজ শেষে আগামী ১২ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। এই ফরম্যাটের সবগুলো ম্যাচই হবে কলম্বোতে।
১২ ও ১৩ সেপ্টেম্বর প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু পি সারা ওভাল। ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।
বাংলাদেশ ‘এ’ একাদশ
রাবেয়া (অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শামীমা সুলতানা, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, সুলতানা খাতুন, জাহানারা আলম, সাবিকুন নাহার জেসমিন।
খুলনা গেজেট/এএজে