খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

ওপেন টি বায়োস্কোপ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে

বিনোদন ডেস্ক

ছোটবেলার জনপ্রিয় ছবি ‘ওপেন টি বায়োস্কোপ’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। ভারতীয় পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত দর্শকদের প্রিয় এই ছবি এবার দেখা যাবে বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম ‘ভুট’-এ। শনিবার সকালেই ছবির কলাকুশলীরা সোশ্যাল মিডিয়ায় এ খবর পোস্ট করেন।

অভিনেতা ঋদ্ধি সেন নিজের সঙ্গে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো ছবি পোস্ট করে লেখেন, ভুলে যাওয়ার খুব গভীরে / মনে পড়ার ছকটা চেনা / বসন্তে ঠিক আসবো ফিরে / এক মাঘে তো শীত যাবেনা” শ্রীজাত। আমাদের গোটা ‘ওপেন টি বায়োস্কোপের’ টিমের পক্ষ থেকে আজ রাত ১০টার সময় আপনাদের জন্য থাকবে একটা ছোট্ট খবর।

সুরঙ্গনা পোস্ট করেন তাদের পুরো দল ও পরিচালকের সঙ্গে একটি ছবি। ক্যাপশনে লেখেন, বন্ধু বাই লেনে নতুন সংবাদ আসছে আজ রাত ১০টায়।

যেমন কথা তেমন কাজ। ঠিক রাত ১০টা নাগাদ ঘোষণা করা হল বিশেষ খবর। সেটি হলো- ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘ওপেন টি বায়োস্কোপ’।

২০১৫ সালের জানুয়ারি মাসে মুক্তি পায় ‘ওপেন টি বায়োস্কোপ’। একঝাঁক খুদে অভিনেতাদের নিয়ে তৈরি ছবি উদযাপন করে বন্ধুত্বকে। যা আজও উপভোগ করেন বাঙালি দর্শক। ছবিটি চলতি বছরে পূর্ণ করল ৮ বছর। সেদিনের খুদে অভিনেতারাও আজ সকলে প্রতিষ্ঠিত।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!