খুলনা, বাংলাদেশ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছে বিএনপির প্রতিনিধিদল
  হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় প্রকাশ্য ক্ষমা চাইতে সারজিস আলমকে লিগ্যাল নোটিশ

ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের প্রস্তুতি চলছে : ফখরুল

গেজেট ডেস্ক

ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনের জন্য বিএনপি প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার বর্তমানে গোটা দেশের জনগণের কাছে শোষণকারী ও নির্যাতনকারী দল হিসেবে পরিণত হয়েছে।’

তার ভাষ্য, যে দেশে একজন উপপরিদর্শকের (এসআই) ঢাকায় ১৮টি বাড়ি আর দেশের বাইরেও সম্পদের হিসাব পাওয়া যায়, সেই দেশের কী অবস্থা, তা জনগণই ভালো বলতে পারবে।

তিনি আরও বলেন, ‘এই সরকারের পদত্যাগ নিশ্চিত করাই এখন বিএনপির একমাত্র লক্ষ্য। সব দল নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পতনের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছে বিএনপি।’

ওই সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!