প্রেসিডেন্ট হিসেবে বিদায়ের আগে সংক্ষিপ্ত বিদায়ী ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার হোয়াইট হাউস ছেড়ে ম্যারিল্যান্ডের অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে তাঁর জন্য সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে এ ভাষণ দেন ট্রাম্প। এতে তিনি নিজের পরিবারের সদস্যদের নিয়ে কথা বলেন ও তাঁদের ধন্যবাদ জানান।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, আজ বুধবার হোয়াইট হাউস ছেড়ে ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবার অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে যান। সেখানে তাঁর জন্য ছোট পরিসরে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মঞ্চে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ তাঁদের সন্তানেরা। সেখানে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প নিজের পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এই পরিবার কত কঠোর পরিশ্রম করেছে, সে সম্পর্কে কারও কোনো ধারণা নেই। তারা অনেক সহজ জীবন কাটাতে পারত।’
ট্রাম্প ‘সব সময় লড়াই’ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি জো বাইডেন প্রশাসনের ‘শুভ কামনা’ করেছেন।
মেলানিয়া ট্রাম্পকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করার আগে ডোনাল্ড ট্রাম্প তাঁর চিফ অব স্টাফ মার্ক মিডোসের কথাও উল্লেখ করেন। মেলানিয়া সম্পর্কে তিনি বলেন, ‘তিনি উচ্চ মর্যাদাসম্পন্ন ও সুন্দর একজন নারী। মানুষের মধ্য তিনি ভীষণ জনপ্রিয়।’
এই শেষ বক্তব্য অবশ্য প্রকৃত চিত্রের সঙ্গে মেলে না। সিএনএনের সর্বশেষ জনমত জরিপের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ত্যাগ করছেন মেলানিয়া ট্রাম্প।
এরপরই বক্তব্য রাখেন মেলানিয়া ট্রাম্প। শুরুতেই তিনি বলেন, ‘আপনাদের ফার্স্ট লেডি হতে পারাটা আমার জন্য বিরাট সম্মানের বিষয় ছিল। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমার চিন্তা ও প্রার্থনায় আপনারা সব সময় থাকবেন। ঈশ্বর সবার মঙ্গল করুন। ঈশ্বর আপনাদের সবার পরিবারের মঙ্গল করুন। ঈশ্বর এই সুন্দর জাতির মঙ্গল করুন। ধন্যবাদ।’
এর পরপরই মেলানিয়ার কাছ থেকে আবার মাইক্রোফোন নেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আর কী বলার আছে তাই না? এটাই সত্য প্রিয়, দারুণ করেছ।’
এর আগে অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে আসার আগে হোয়াইট হাউস ত্যাগের সময় সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারাটা ছিল বিরাট সম্মানের। পুরো জীবনের জন্যই এ এক বিরাট সম্মানের বিষয়।’ সঙ্গে এও বলেন যে, এই বিদায় লম্বা সময়ের জন্য হবে না বলেই তিনি আশা করেন।
খুলনা গেজেট/কেএম