খুলনা, বাংলাদেশ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্র: নাহিদ ইসলাম
  একুশে আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু
  গোপালগঞ্জে চলছে কারফিউ, পরিস্থিতি এখনও থমথমে

এ বছর বাগেরহাটে এসএসসি পরীক্ষায় বসবে ১৯ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

সারাদেশে একযোগে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হবে। এবার বাগেরহাট জেলায় ১৯ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহন করার কথা রয়েছে।

এর মধ্যে সাধারণ ১৩ হাজার ৭১০, দাখিল ৪ হাজার ২৬৫ এবং কারিগরি ১ হাজার ৪৮১ জন। সাধারণ শিক্ষার্থীদের জন্য ২৭, দাখিলে ১০ এবং কারিগরি শিক্ষার জন্য ১২টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ প্রয়োজনীয় পরিদর্শকগন দায়িত্ব পালন করবেন।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল জব্বার বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে এসএসসি পরীক্ষা গ্রহনের জন্য আমরা সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও নকলরোধে প্রতিটি কেন্দ্রে একজন ম্যাজিষ্ট্রেট, পুলিশ ও প্রয়োজনীয় পরিদর্শক থাকবেন বলে জানান এই কর্মকর্তা।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!