খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

এসএসসির প্রথম দিনে যশোর বোর্ডে অনুপস্থিত ১৮৩৪ শিক্ষার্থী

 নিজস্ব প্রতিবেদক

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ১ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিকে যশোর বোর্ডের আওতায় এবারের পরীক্ষায় কারাগারে বসে অংশ নিয়েছেন পাঁচ পরীক্ষার্থী। রোববার (৩০ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব।

তিনি বলেন, যশোর শিক্ষা বোর্ডের এসএসসির প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রে ২৯৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৯ হাজার ৪৫৮ জন। তাদের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৬২৪ জন পরীক্ষায় অংশ নিয়েছেন এবং ১ হাজার ৮৩৪ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে বেশি যশোরে ৩১৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া খুলনায় ২৩২ জন, বাগেরহাটে ১২০, সাতক্ষীরায় ১৭৫, কুষ্টিয়ায় ২১৭, চুয়াডাঙ্গায় ১৪৪, মেহেরপুরে ৯২, নড়াইলে ১১৫, ঝিনাইদহে ২৯৬ ও মাগুরায় ১২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিত শিক্ষার্থীর হার ১ দশমিক ২ শতাংশ। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো পরীক্ষার্থী ও পরিদর্শক বহিষ্কার হননি।

তিনি আরও বলেন, এবারের এসএসসি পরীক্ষায় আদালতের নির্দেশে খুলনা, যশোর, নড়াইল, ঝিনাইদহ ও কুষ্টিয়ার একজন করে মোট পাঁচজন শিক্ষার্থী কারাগারে বসে পরীক্ষায় অংশ নিয়েছেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!