যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ফলাফলে পাসের হারে শীর্ষ অবস্থানে রয়েছে সাতক্ষীরা জেলার শিক্ষার্থীরা। আর তলানীতে রয়েছে নড়াইল জেলা। সোমবার (২৮ নভেম্বর) এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, যশোর শিক্ষাবোর্ডের অধীনে থাকা সাতক্ষীরা জেলা প্রথম অবস্থানে রয়েছে। আর দ্বিতীয় স্থানে থানা যশোর জেলার পাসের হার ৯৫ দশমিক ৭৭ শতাংশ। তৃতীয় অবস্থানে খুলনা জেলার শিক্ষার্থীরা। খুলনা জেলায় পাসের হার ৯৫ দশমিক ৭৫ শতাংশ।
এছাড়া কুষ্টিয়া জেলায় পাসের হার ৯৫ দশমিক ৪১ শতাংশ, বাগেরহাট জেলার পাসের হার ৯৫ দশমিক ২৮ শতাংশ, চুয়াডাঙ্গায় পাসের হার ৯৪ দশমিক ৭০ শতাংশ, মেহেরপুরে ৯৪ দশমিক ৩৩ শতাংশ, মাগুরা জেলার পাসের হার ৯৩ দশমিক ৭৬ শতাংশ, ঝিনাইদহ জেলার পাসের হার ৯৩ দশমিক ৫৯ শতাংশ, নড়াইলে ৯২ দশমিক ৫৫ শতাংশ।