মিয়ানমারের বেসামরিক সরকারের ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সেলর অং সান সু চিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তা। গত বছর ফেব্রুয়ারিতে দেশটিতে সামরিক শাসন জারির পর থেকে সু চি কারাগারে রয়েছেন।
খবরে বলা হয়, অং সান সু চিকে চারটি দুর্নীতি মামলায় ছয় বছরের সাজা দেওয়া হয়েছে। গত মাসে একটি দুর্নীতি মামলায় তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
৭৭ বছর বয়সী অং সান সু চির বিরুদ্ধে জান্তা প্রশাসন ঘুষ দেওয়া, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ মোট ১৮টি অভিযোগ এনেছে। এসব মামলায় সাজা হলে সু চির ১৯০ বছরের মতো কারাদণ্ড হতে পারে।
২০২০ সালে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি নির্বাচনে বিপুল সাফল্য পায়। কিন্তু পরের বছর বেসামরিক সরকারকে হটিয়ে সামরিক শাসন জারি করা হয়। এরপর দলটির নেতাকর্মীদের ওপর ব্যাপক নির্যাতন-নিপীড়ন চালানো হয়। গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর আক্রমণে দুই হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়।