খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

এম নুরুল ইসলাম দাদু ভাই স্মৃতি পরিষদের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের বলিষ্ঠ নেতৃত্ব মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মরহুম এম নুরুল ইসলাম দাদু ভাই স্মৃতি পরিষদ গঠন করা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর মিয়াপাড়া রোডস্থ সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে তার বাসভবনে অনুষ্ঠিত সভায় এম নুরুল ইসলাম দাদু ভাই স্মৃতি পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির আহবায়ক হলেন ভাষা সৈনিক এডভোকেট বজলুর রহমান এবং সদস্য সচিব শেখ মোশাররফ হোসেন।

সভায় উপস্থিত ছিলেন সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, আব্দুল জলিল খান কালাম, এড. ফজলে হালিম লিটন, শেখ ইকবাল হোসেন, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, নিজাম উর রহমান লালু, সাদিকুর রহমান সবুজ, এড. গোলাম মওলা, গিয়াস উদ্দিন বনি, ইউসুফ হারুন মজনু, আবুল কালাম শিকদার, কাজী শফিকুল ইসলাম শফি, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, শরিফুল ইসলাম বাবু প্রমুখ।

আগামী ২১ অক্টোবর এম নুরুল ইসলাম দাদু ভাই এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ৯১ বছর বয়সী এই রাজনীতিবিদ দলমত নির্বিশেষে সবার কাছে ‘দাদু ভাই’ নামে পরিচিত ছিলেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!