এমফিল ও পিএইচডি-র ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হল রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। শনিবার (৩ জুলাই) বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই-এর নেতৃত্বে বিশ্বভারতীর কেন্দ্রীয় ভবনের সামনে এমফিল ও পিএইচডির ছাত্রছাত্রীরা দফায় দফায় বিক্ষোভ দেখান।
এদিন আন্দোলনকারীরা সাফ জানিয়ে দেন যে, ফি না কমানো হলে আন্দোলন আরো তীব্ৰ হবে। আন্দোলনকারীদের বক্তব্য, এমফিল ও পিএইচডির ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে এক লাফে ১৪০০ টাকা করা হয়েছে। পরে ৩০০ টাকা কমিয়ে ১১০০ টাকা করা হয়। এতে এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলি মোটেই সন্তুষ্ট নয়। তারা বৃহত্তম আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।
খুলনা গেজেট/এমএইচবি