করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিটি স্ক্যান করানোর জন্য বসুন্ধরার আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে গুলশানের ফিরোজা বাসভবন থেকে বের হয়ে ৯টা ২৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।
গাড়িতে খালেদা জিয়াকে পেছনের সিটে বাঁ পাশে মুখে মাস্ক পরা অবস্থায় দেখা যায়। সামনের সিটে ড্রাইভারের পাশে ছিলেন বিএনপি নেত্রীর ব্যক্তিগত সহকারী।
চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘ম্যাডামকে সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সিটি স্ক্যান করিয়ে আবার বাসভবনে ফেরত নিয়ে যাওয়া হবে। সিটি স্ক্যানের রিপোর্ট হাতে আসার পর সিদ্ধান্ত জানানো হবে যে কী করা হবে।’
এভারকেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার ডা. লতিফ বলেন, ‘সিটি স্ক্যানের পরেই সিদ্ধান্ত হবে তাকে হাসপাতালে রাখা হবে, নাকি বাসায় নিয়ে যাওয়া হবে।’
গত রোববার খালেদা জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। গুলশানের বাসভবন ফিরোজার দ্বিতীয় তলায় একটি রুমে চিকিৎসা চলছে বিএনপি নেত্রীর। করোনায় আক্রান্ত হয়েছেন তার বাসার অন্তত ৯ জন।