খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

এবার লা লিগে শেষ মুহূর্তে বার্সাকে ঠেকিয়ে দিল কাদিজ

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে ধরাশায়ী হওয়ার পর এবার লা লিগায় দুর্বল প্রতিপক্ষ কাদিজের সঙ্গে ১-১ গোলে ড্র করলো বার্সেলোনা।

রবিবার ক্লাব রেকর্ড ৫০৬তম ম্যাচ খেলতে নামা লিওনেল মেসির গোলও জেতাতে পারেনি বার্সাকে।

ম্যাচে প্রথমার্ধে পেদ্রি ফাউলের শিকার হলে মেসির পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। কিন্তু শেষ বাঁশি বাজার ঠিক আগে অ্যালেক্স ফার্নান্দেসের গোলে ফল পাল্টে দেয় কাদিজ।

ম্যাচে ৮১ শতাংশ সময় বল দখলে রাখা এবং ২০টি শট নিয়েও বার্সার একমাত্র পাওয়া ওই মেসির পেনাল্টি গোল। ম্যাচের ফলাফল আগামী গ্রীষ্মে চুক্তিমুক্ত হতে চলা আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য চরম হতাশার সন্দেহ নেই। ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচনের ওপর তার ভবিষ্যৎ নির্ভর করছে।

কাদিজের ম্যাচটি আবার মেসির জন্য ছিল বিশেষ। কারণ এই ম্যাচের মাধ্যমে কিংবদন্তি মিডফিল্ডার জাভিকে পেছনে ফেলে বার্সার জার্সিতে স্পেনের শীর্ষ লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। কিন্তু তাকে এই ম্যাচে বেশ কয়েকবার গোলবঞ্চিত করেছেন কাদিজের গোলরক্ষক জেরেমিয়াস লেদেসমা। আঁতোয়া গ্রিজম্যানকেও একই ভাগ্য বরণ করে নিতে হয়েছে। গত ডিসেম্বরে বার্সাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল এই কাদিজ। সেবারও তাদের এই গোলরক্ষক বড় ভূমিকা রেখেছিলেন।

বিরতির আগে বার্সার ফ্র্যাংকি ডি ইয়ং এবং পেদ্রি দুজনের গোল বাতিল হয়েছে। উসমানে দেম্বেলেও চেষ্টা করেছিলেন কাদিজের রক্ষণব্যূহে হামলা চালাতে। কিন্তু সফরকারীরা রক্ষণ সামলাতে সফল হয়েছে। শেষে ক্লেমেন্ট লেংলে কাদিজের সোব্রিনোকে ফাউল করলে তা থেকে গোল করে বার্সার স্বপ্ন ভাঙেন ফার্নান্দেজ।

লিগে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে আছে বার্সা। এক ম্যাচ বেশি খেলে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আর ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেতিকো।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!