কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা জানিয়ে এবার রাজধানীর নতুন বাজার সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২ দিকে এ বিক্ষোভ শুরু করেন তারা।
বিক্ষোভে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যোগ দেন।
প্ল্যাকার্ড হাতে বিভিন্ন ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর ফলে নতুন বাজার সংলগ্ন ওই সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুনবাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
এর আগে বেলা সাড়ে ১১টা থেকে নতুন বাজার ও আশেপাশের এলাকার সড়কে সমবেত হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বেলা ১২টার দিকে তারা একত্রিত হয়ে নতুন বাজার সড়কে বসে পড়েন।
টানা আন্দোলন ও বাংলা ব্লকেড নাম দিয়ে অবরোধের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা। এ কর্মসূচির কারণে গত সপ্তাহে কয়েকদিন রাজধানীতে তীব্র যানজট তৈরি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
কোটা সংস্কারের দাবি বেশ কয়েকদিন ধরেই আন্দোলন ও ‘বাংলা ব্লকেড’ নাম দিয়ে অবরোধের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা জানিয়ে এবার যোগ দিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল আন্দোলনকারীরা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন। এতে সংসদের অধিবেশন ডেকে কোটা সংস্কারের দৃশ্যমান পদক্ষেপ নিতে সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন তারা।
খুলনা গেজেট/এনএম