খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

এবার নিজের ফেসবুক প্রোফাইল লাল করলেন ড. ইউনূস

গেজেট ডেস্ক

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা, ছাত্র-জনতা হত্যাসহ ৯ দফা দাবিতে এখনও উত্তাল বাংলাদেশ। দ্বাদশ নির্বাচনের আগ থেকে বাংলাদেশের রাজনীতি এবং বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন নোবেল বিজয়ী, অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

কখনও নির্বাচন নিয়ে আবার কখনও দেশের বিচার ব্যবস্থা নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।

‘রক্ত লাল’ প্রতিবাদে গত মঙ্গলবার সরব হয়েছিল সমগ্র বাংলাদেশ। মুখে আর মাথায় লাল কাপড় বেঁধে মিছিল-র‌্যালি হয়েছে বিভিন্ন স্থানে। শিক্ষক-শিক্ষার্থীরা যুক্ত হয়েছিলেন এসব কর্মসূচিতে, শিল্পী-সংস্কৃতিসেবীরাও যোগ দেন। চোখে-মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। এরপর প্রতিবাদ চলে অনলাইন ও অফলাইনে। যা কিনা এখনও চলছে।

শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে কোটি কোটি নেটিজেন নিজেদের ফেসবুক ‘প্রোফাইল পিকচার’ কিংবা ‘কাভার ফটো’ পরিবর্তন করে, আবার কেউ টাইমলাইনে লাল রঙের ছবি পোস্ট করেন।

বাংলাদেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে খ্যাতনামা অনেক ব্যক্তি, তারকা, প্রবাসী বাংলাদেশি, এমনকি বিদেশিরাও এমনটা করেছেন। অনেকে এখনও করছেন।

এবার সে তালিকায় যুক্ত হলেন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী, অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১ আগস্ট) ফেসবুকে নিজের অফিসিয়াল এবং ভেরিফায়েড পেইজের প্রোফাইল পিকচার লাল করেন প্রফেসর ইউনূস। তার ওই পেইজে দেশবিদেশের প্রায় ২৫ লাখ ফলোয়ার রয়েছেন। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার শীর্ষে উঠে আসে বিষয়টি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!