চলমান ওয়ানডে বিশ্বকাপে এবার চমক দিলো নেদারল্যান্ড। ২৪৫ রানের লড়াকু পূঁজিতে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে নতুন অঘটনের জন্ম দিয়েছে। সবকটি উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ২০৭ রান।
এর আগে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডসের। দলীয় ৫০ রানের মধ্যেই প্রথম চার উইকেট হারিয়ে চাপে পড়ে ডাচরা। তবে সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের দায়িত্বশীল ৭৮ রানের ইনিংসে ভর করে ২৪৫ রানের লড়াকু পুঁজি গড়ে ডাচরা।
আগে ব্যাট করতে নেমে মাত্র দুই রানে রাবাদার শিকার হন বিক্রমজিৎ সিং। প্রোটিয়াদের বিপক্ষে বড় ইনিংস খেলতে পারেননি আরেক ওপেনার ম্যাক্স ও’ডাউড। মারকো জানসেনের বলে ডি ককের হাতে ক্যাচ দিয়ে ১৮ রান করে ফেরেন তিনি। এরপর কলিন অ্যাকারম্যান ১৩, বাস ডি লিড ২ রান করে ফিরলে চাপে পড়ে ডাচরা।
ব্যাটারদের আসা যাওয়ার মধ্যে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন অধিনায়ক এডওয়ার্ডস। ৬৯ বলে ১০ চার ও একটি ছক্কায় ৭৮ রান করে চাপ সামাল দেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৪৩ ওভার শেষে ৮ উইকেট ২৪৫ রানে থামে নেদারল্যান্ডস।
দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা ও মার্কো জানসেন। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন জেরাল্ড কোয়েটজে ও কেশব মাহারাজ।
খুলনা গেজেট/কেডি