সাত ম্যাচে জয়বিহীন থাকার পর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয়ে ফিরেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু আবারো সেই পুরনো ধারায় সিটিজেনরা। লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সমতা করার পর চ্যাম্পিয়ন্স লিগে ২-০ গোলে হেরেছে জুভেন্টাসের বিপক্ষে।
বুধবার রাতে আলিয়েঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধে গোল শূন্য সমতা করে দুই দল। বলের দখল সিটিজেনদের অধীনে থাকলেও প্রথমার্ধে ম্যাচের সেরা দল ছিল জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে যার সুফল ঘরে তোলে দলটি।
ম্যাচের ৫৩ মিনিটে স্ট্রাইকার ডুসন ভ্লাভিচ জুভেন্টাসকে প্রথম লিড এনে দেন। ওয়েস্টন ম্যাককেনি ৭৫ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলেন। ম্যানসিটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। এই জয়ে ৬ ম্যাচে তিন জয় ও দুই ড্রতে ১১ পয়েন্ট নিয়ে ১৪তম অবস্থানে আছে ওল্ড লেডিরা।
এই হারে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় থাকল ম্যানচেস্টার সিটি। পয়েন্ট টেবিলে ২২তম অবস্থানে আছে তারা। গ্রুপ পর্বে সিটিজেনদের বাকি দুই ম্যাচ পিএসজি ও ক্লাব ব্রুগের বিপক্ষে। ওই দুই ম্যাচে পা হড়কালে এবং টেবিলে ২৪তম অবস্থানের নিচে চলে গেলে গ্রুপেই চ্যাম্পিয়ন্স লিগ শেষ হবে ম্যানসিটির। ৯ থেকে ২৪তম অবস্থানে থাকলে সুযোগ পাবে প্লে অফ খেলে শেষ ষোলোয় যাওয়ার।
খুলনা গেজেট/এনএম