ঢাকায় জাতিসংঘের পর এবার আরো ১৩টি মিশনের প্রধান বা রাষ্ট্রদূতকে তলব করেছে সরকার। মিশনগুলো হলো কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আশরাফুল আলমের (হিরো আলম) ওপর হামলার বিষয়ে বিবৃতি দেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে অসন্তোষ জানাতেই ওই মিশনপ্রধানদের তলব করা হয়েছে। আগামীকাল বুধবার তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হতে বলা হয়েছে।
গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোট শেষ হওয়ার কিছু সময় আগে হামলার শিকার হন হিরো আলম। সেদিন রাতেই ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের একজন সাংবাদিক বিষয়টি নজরে আনেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ওই হামলার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানান।
পরদিন ১৮ জুলাই বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস এক টুইট বার্তায় হিরো আলমের ওপর হামলায় বাংলাদেশে জাতিসংঘের দপ্তরের পক্ষ থেকে উদ্বেগ জানান।
তিনি বলেন, কোনো ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার। এই অধিকারের সুরক্ষা ও নিশ্চয়তা দেওয়া উচিত।
এর পরদিন গত বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ ১৩টি দেশের দূতাবাস যৌথ বিবৃতিতে হিরো আলমের ওপর হামলার বিষয়ে উদ্বেগ জানায়। সেদিন এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশ বলেই তারা একটা মগের মুল্লুক পেয়েছে।
এটা গ্রহণযোগ্য নয়।’
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমেরিকার নিউ ইয়র্কে যখন-তখন লোক মেরে ফেলা হয়। তারা কি বিবৃতি দেয় কখনো? জাতিসংঘ কখনো বলেছে, আমেরিকাতে লোক মরে যায় কেন?’
পরে টুইট বার্তার জোরে গত ২০ জুলাই বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসকে তলব করে সরকার। জাতিসংঘের আবাসিক সমন্বয়ক তখন ঢাকায় না থাকায় ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়ক তলবে হাজির হয়েছিলেন। সে সময় বাংলাদেশ সরকার হিরো আলমকে নিয়ে টুইটের বিষয়ে অসন্তোষ জানিয়ে তাকে সতর্ক করে।
এরই ধারাবাহিকতায় এবার ১৩ জন মিশনপ্রধানকে তলব করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাষ্ট্রদূতদের তলব বা ডেকে অসন্তোষ জানানো কিংবা আলোচনা করা স্বাভাবিক কূটনৈতিক রীতি। বাংলাদেশও অতীতে এমনটি করেছে। আবার অনেক সময় বিভিন্ন ইস্যুতে বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদেরও স্বাগতিক দেশ তলব করেছে।
খুলনা গেজেট/কেডি