খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১০
  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

এবারের আইপিএল আরব আমিরাতে!

ক্রীড়া প্রতিবেদক

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুরু থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের জন্য চেষ্টা করে যাচ্ছে। করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকা আইপিএলের এবারের আসর এ বছরই আয়োজন করতে চায় বিসিসিআই। কিন্তু ভারতে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় দেশটিতে আইপিএল আয়োজনের সম্ভাবনা নেই বললেই চলে। এমতাবস্থায় আরব আমিরাতে আইপিএলের এবারের আসর বসবে বলে জানা গেছে।
শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মূলত এরপরই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেড়িয়েছে, আরব আমিরাতে আইপিএলের আয়োজন করবে বিসিসিআই।
বোর্ডের সূত্র অনুসারে জানা গেছে, এই ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। কিন্তু টেলিকনফারেন্সের মাধ্যমে হওয়া বৈঠকে দেশে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। সে তুলনায় সংযুক্ত আরব আমিরাতে কোভিড-১৯ খুব একটা ছড়ায়নি। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা সাড়ে তিনশোর কম। আক্রান্তের সংখ্যা ৬০ হাজারও নয়। এর মাঝে সেরে উঠেছেন প্রায় ৪৯ হাজার।
দুবাই, আবু ধাবি ও শারজা এই তিন ভেন্যুতে আইপিএল আয়োজন করা অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক সহজ। বিদেশিদের পক্ষে আসাও সহজ। এসব কারণেই আইপিএল আয়োজনে আরব আমিরাতের কথা ভাবছেন বোর্ড কর্তারা।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!