খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

এফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বাংলাদেশের বড় জয়

ক্রীড়া ডেস্ক

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার (২৬ এপ্রিল) বাংলাদেশ ৬-০ গোলে হারিয়েছে তুর্কমেনিস্তানকে।

ম্যাচের শুরু থেকেই তুর্কমেনিস্তানের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। ৫ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় গোলাম রব্বানী ছোটনের দল। তৃতীয় মিনিটে পূজা দাস ও পাঁচ মিনিটে্র সময় থুইনু মারমা গোল করেন। বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশকে ৩-০ গোলে এগিয়ে নেন অধিনায়ক রুমা আক্তার।

বিরতির পরও গোলের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। ম্যাচের ৫৩ মিনিটে থুইনু মারমা নিজের দ্বিতীয় গোল করলে বাংলাদেশ এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ম্যাচের ৬০ মিনিটে নিজেদের পঞ্চম গোলের দেখা পায় বাংলাদেশের মেয়েরা। নিখুঁত শটে পেনাল্টি থেকে গোল করে দলকে ৫-০ গোলে এগিয়ে নেন সুরভী আকন্দ প্রীতি। ৮২ মিনিটে আবারও পেনাল্টি পায় বাংলাদেশ। তৃষ্ণার গোলে ৬-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় গোলাম রব্বানী ছোটনের দল।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ৬-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। রোববার (৩০ এপ্রিল) বাংলাদেশ দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!