এনআরসি-ক্যা বিরোধী কলকাতার শাহিনবাগ আন্দোলনের নেত্রী আসমত জামিল প্রয়াত । কলকাতার পার্কসার্কাস ময়দানে তার জানাজায় হাজার হাজার লোক সামিল হন হিন্দু-মুসলিম নির্বিশেষ। অজস্র মানুষের শ্রদ্ধা ও চোখের জলে তিনি শেষ বিদায় নিলেন।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৮। রেখে গেলেন স্বামী, দুই মেয়ে ও পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী এবং সহযোদ্ধাদের। স্তন ক্যান্সার ও কিডনি সমস্যায় তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি পরপারে পাড়ি দিলেন। আসমত জামিলের মতো লড়াকু নেত্রীর মৃত্যুতে সব মহলেই নেমে এসেছে শোকের ছায়া । তিনি ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবী ।
কলকাতার বস্তির ছেলে-মেয়েদের শিক্ষার প্রসারে কাজ করেন। ভারত সরকার নাগরিকত্ব আইনএন আরসি, এনআরপি ও ক্যা চালু করলে শরীরে ক্যানসার নিয়ে গড়ে তোলেন ‘আজ্জুমার’ নামে একটি নারী সংগঠন । ২০২০ সালের ৭ জানুয়ারি কলকাতার পার্কসার্কাস ময়দানে এনআরসি-এনআরপি-ক্যা বিরোধী আন্দোলন গড়ে তোলেন।
নেতাজী সুভাষ চন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদ ও মহাত্মা গান্ধীর আদর্শকে সামনে রেখে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম শুরু করেন। তিন মাস চলে সেই আন্দোলন। বিজেপি বাদ দিয়ে সব রাজনৈতিক দল তার এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানায়। কলকাতার পার্কসার্কাস ময়দানের তার এই আন্দোলন দ্বিতীয় শাহিনবাগ হিসাবে জনপ্রিয় হয়ে ওঠে। তার আন্দোলনে সাড়া দেন দিল্লির শাহিনবাগ আন্দোলনের মা এবং সেখানকার লড়াকু নেত্রীরা ।
কলকাতায় এসে তারা আসমত জামিলের আন্দোলনকে সংহতি জানান। কিন্তু করোনার জন্য আন্দোলন থামাতে হয়। কলকাতার পার্কসার্কাস গোবরা কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয়।